আসন্ন জাতীয় নির্বাচনে ব্যালট পেপার থাকবে দুই রঙের এমন তথ্য মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ। তিনি জানান, সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা রঙে, আর একইদিনে অনুষ্ঠিত গণভোটের জন্য রঙিন ব্যালট পেপার ব্যবহার করা হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ইসি সচিব বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ৫ ডিসেম্বরের মধ্যেই ভোটার তালিকা প্রস্তুত হবে। এরপর নির্বাচনী সরঞ্জাম ১০ জোনাল অফিসের মাধ্যমে মাঠপর্যায়ে পাঠানো হবে। প্রবাসীদের ডাকযোগে পাঠানোর জন্য সংসদ নির্বাচন এবং গণভোট—উভয় ব্যালটই একই ইনভেলাপে রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।
আখতার আহমেদ বলেন, আগামী শনিবার মক ভোটের আয়োজন থাকবে। মক ভোটের ফল ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে বোঝা যাবে, ভোটকেন্দ্র বা বুথ বাড়ানোর প্রয়োজন আছে কি না।


