নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল-মিটিংও বেড়ে যাবে। আমরা দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি আরও জটিল ছিল, কিন্তু গত দেড় বছরের প্রচেষ্টায় তা অনেকটা স্থিতিশীল হয়েছে।”
ভূমিকম্প এবং দুর্যোগকালীন প্রস্তুতির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিশ্বের অনেক দেশে ভূমিকম্পের আগাম সতর্কতার জন্য কিছু অ্যাপ তৈরি করা হয়েছে, যা ১০ সেকেন্ড আগে সতর্কবার্তা জানায়। আমাদের দেশেও এরকম ব্যবস্থা চালু করার চিন্তাভাবনা চলছে। তবে নগর এলাকায় উন্মুক্ত জায়গার অভাব এবং জলাশয় ভরাট করে ভবন নির্মাণ একটি বড় চ্যালেঞ্জ।”
তিনি জানান, ভবন নির্মাণে অবশ্যই বিল্ডিং কোড মেনে কাজ করতে হবে। পাশাপাশি অগ্নিদুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির উপরেও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে বিভিন্ন অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিস যথেষ্ট সক্ষমতা প্রদর্শন করেছে। তবে বড় ধরনের ভূমিকম্পে একক প্রচেষ্টায় কাজ হবে না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”


