শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখার গেটের সামনে সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। একই দিন রাত সাড়ে আটটার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার নিজস্ব ফেসবুক আইডিতে ঘটনাটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দিতে দিতে শাখার সাইনবোর্ডে আগুন জ্বালাচ্ছে। এ সময় অফিসের দরজায় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানোর চেষ্টা করা হয়। তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কারও মুখ ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়নি।
শাখা কর্তৃপক্ষ জানায়, আগুন লাগানোর ঘটনায় অফিসের কোনো নথি বা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সীমিত পরিসরে আগুন জ্বালানো হলেও এতে কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মাঠে রয়েছে।


