বগুড়ার আদমদীঘিতে জয়নুল প্রামাণিক (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ জয়নুল আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কমদা গ্রামের বাসিন্দা ছরফুল প্রামাণিকের ছেলে।
পরিবার থেকে জানানো হয়েছে, ওই দিন সকালে খাওয়া-দাওয়া শেষে সে বেরিয়ে যায়। দুপুর পার হয়ে সন্ধ্যা পেরিয়ে গেলেও জয়নুল বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন বাড়ির আশপাশে তার খোঁজ নিতে শুরু করেন।পরে আত্মীয়স্বজনের বাড়ি ও এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগীর বাবা ছরফুল প্রামাণিক বলেন, “আমার ছেলে মানসিকভাবে অসুস্থ, সে ঠিকমতো কথাও বলতে পারে না। ওর মুখের সামনের দুইটা দাঁত একটু বড়, গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, গড়ন মাঝারি। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিলো কালো রঙের টাউজার আর মিষ্টি রঙের শার্ট।”
কেউ যদি জয়নুল প্রামাণিকের সন্ধান পান, তাহলে নিচের নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে মানসিক ভারসাম্যহীন ছেলের পরিবার।