বগুড়ায় বার্মিজ ছুরি রাখার অভিযোগে আমিনুল ইসলাম (৩৬) নামের এক কলেজ শিক্ষককে আটক করেছে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সদস্যরা। রোববার (১০ আগস্ট) রাতে শহরের স্টেশন রোডের ওয়াবদা এলাকা থেকে তাকে
আটককৃত আমিনুল ইসলাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের জিরাই-পশ্চিমপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল জানান, ২০১৬ সালে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজাহার বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।