বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ী ঘাট এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙনে জনজীবন এখন চরম বিপর্যয়ের মুখে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও আবাদি জমি।
এই ভাঙনের করাল গ্রাস থেকে বাদ পড়েনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রোপিত একটি স্মৃতিবিজড়িত বটগাছও।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এই নদীভাঙনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কে মাহবুবার রহমান হারেজ।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায়দল শেরপুর উপজেলা শাখার সভাপতি মুশফিকুর রহমান পলাশ, সীমাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান মুকুল, শাহবন্দেগী ইউনিয়ন সমবায়দলের সভাপতি মৃদুল হাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম রসূল, ধুনট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. হারুনুর রশিদ, ছাত্রনেতা নাসিরসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় হারেজ বলেন, “যমুনার ভাঙন এখন ধুনটের মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই নতুন নতুন পরিবার গৃহহীন হচ্ছে। বহু মানুষ তাদের বসতভিটা হারিয়ে এখন আশ্রয়ের খোঁজে দিশেহারা।”
তিনি উল্লেখ করেন, ১৯৯৮ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বটগাছটি রোপণ করেছিলেন, যা এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে।তিনি আরও বলেন, “স্থানীয়দের দুর্ভোগ কমাতে নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান তিনি।”
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিনে শহরাবাড়ী ঘাট এলাকায় ভাঙনের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।ইতোমধ্যে অনেকের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে অনেকে তাদের বসতভিটা সরিয়ে নিচ্ছেন।নদীভাঙনের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী