বগুড়ার ধুনট উপজেলায় শাশুড়ির সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে নিজের ঘরে আগুন দিয়ে শিশু সন্তানকে কোলে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন নিপু আক্তার (২৬) নামের এক গৃহবধূ। এ সময় স্থানীয়দের তৎপরতায় মা ও মেয়ে নুরজাহান (২) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিপু ওই এলাকার অটোভ্যানচালক আশরাফুল ইসলাম ডনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, ৪ বছর আগে ডন ও নিপুর বিয়ে হয়। তাদের সংসারে নুরজাহান খাতুন নামের দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন ডন। অনেক আগেই মারা যান তার বাবা আব্দুর রাজ্জাক। এরপর থেকে তিনি স্ত্রী সন্তান ও সৎ মা শাহনাজ খাতুনকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। পারিবারিক নানা বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি-ঝগড়া হতো। একাধিকবার স্থানীয়ভাবে বৈঠক করেও বিরোধ মেটেনি।
গতকাল দুপুরে আয়ের উদ্দেশ্যে ডন ভ্যান নিয়ে বাইরে যান। এ সময় শাশুড়ির সঙ্গে আবারও ঝগড়া বাঁধে নিপুর। একপর্যায়ে ক্ষোভে তিনি সন্তানকে সঙ্গে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর কাপড়ের স্তূপে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে কোলে থাকা শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ নিপু। এতে ঘরের আসবাব, কাপড়-চোপড় ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়।
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পৌছাঁনোর আগেই স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে আনায় তারা মাঝপথ থেকে ফিরে আসেন।
ধুনট থানার উপ-পরিদশর্ক (এসআই) হারুনর রশিদ সরদার বলেন, বউ-শাশুড়ির ঝগড়ার একপর্যায়ে গৃহবধূ ঘরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।