বগুড়ার শাজাহানপুরে দেড় কেজি গাঁজাসহ শিবলু মিয়া (৩৬) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া গ্রাম থেকে শিবলু মিয়াকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আসমির হেফাজতে থাকা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শিবলু মিয়া উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসমির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃস্পতিবার (২৬ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়।


