বগুড়ার শাজাহানপুরে স্ত্রী ও শ্যালিকাসহ ৬ মামলার আসামি মামুন মিয়া (৪৬) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার সুজাবাদ সড়কপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মামুন মিয়া (৪৬), তার স্ত্রী মঞ্জিলা খাতুন (৪০) ও শ্যালিকা মর্জিনা বেগম (৪০)। মামুন উপজেলার সুজাবাদ সড়কপাড়া এলাকার মৃত মোজাফফর প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, মামুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে অন্তত ৬টি মামলা রয়েছে। স্ত্রী মঞ্জিলার বিরুদ্ধেও রয়েছে দুইটি মামলা। শ্যালিকা মর্জিনা নিয়মিতভাবে এই চক্রে সহযোগিতা করতেন বলে জানা গেছে
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মামুন ও তাঁর পরিবার পেশাদার মাদককারবারি। তাদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।


