সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট তৈরির নেশায় বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
শখের বশে ড্রোন ওড়ানো, রানওয়ের ওপর ঘুড়ি ওড়ানো এবং লেজার লাইট নিক্ষেপের মতো ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, এরুলিয়া এয়ারফিল্ড এলাকায় বেসরকারিভাবে ড্রোন উড়িয়ে অনেকে ফেসবুক বা ইউটিউবের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করছেন। কেবল ড্রোনই নয়, রানওয়ের ওপর দিয়ে ঘুড়ি ওড়ানো এবং রাতের বেলা আকাশসীমায় লেজার লাইট নিক্ষেপের কয়েকটি ঘটনাও প্রশাসনের নজরে এসেছে। এসব কর্মকাণ্ড বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় বৃহস্পতিবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, বগুড়া জেলার সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে সেনানিবাস, এয়ারফিল্ড এবং কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর দিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ড্রোন বা আকাশে ওড়ে এমন কোনো বস্তু ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশ অমান্য করে কেউ যদি অনুমতিবিহীন ড্রোন, ঘুড়ি ওড়ায় বা লেজার লাইট ব্যবহার করে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


