বগুড়ার গাবতলীতে ডোবার পানিতে ডুবে রেজওয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের শাহবাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রেজওয়ান ওই গ্রামের হৃদয় হোসেনের ছেলে।
জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায় রেজওয়ান। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম।