বগুড়া শহরের চিহ্নিত মাদক আখড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে চকসূত্রাপুর হরিজন কলোনী পর্যন্ত একযোগে এই অভিযান চালানো হয়।
বিকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জনে আলম সাদিফ।
প্রায় আড়াই ঘন্টার এই তল্লাশিতে আখড়ার বিভিন্ন স্থানে থেকে উদ্ধার করা হয়েছে ১৬৬ বোতল কেরু, ৩০ বোতল দেশীয় মদ, ৪৫ কেজি গাঁজা, ৯টি ওজন মাপার যন্ত্র ও নগদ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক ও সরঞ্জাম থানায় জব্দ করা হয়েছে।
অভিযানকালে ‘হরিজন কলোনী’ মহল্লার বিল্টু হরিজনের পুত্র শ্রী হরিজন এবং একই এলাকার বাদল বাসফোরের পুত্র শান্ত বাসফোর (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান পরিচালানা করেছে ক্যাপ্টেন জনে আলম সাদিফ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি ইকবাল বাহার, সদর থানার ওসি (ইনভেস্টিগেশন) মাহফুজ আলম, সদর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলামসহ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।