বগুড়ার ধুনটে নাশকতার মামলায় উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত বেলাল হোসেন উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের আশরাফ আলীর ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপি মনোনীত এমপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধুনট শহরের কলাপট্টী এলাকায় গণসংযোগে গেলে তার গাড়িবহরে হামলা হয়। এতে দুইটি জীপ, দুইটি মাইক্রোবাস ভাঙচুর হয় এবং দশটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ওই হামলায় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।
ঘটনার পর সে সময় থানায় মামলা নেওয়া হয়নি। পরে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে ২০২৪ সালের ৭ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ২০০–২৫০ জনকে আসামি করা হয়। বেলাল হোসেনকে মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


