বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহৃত এক স্কুলছাত্রীকে ১৯ দিন পর গাজিপুরের কাশিমপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সোহেল (২২) নামে এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সোহেল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে। উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে আদালতে হাজির করলে জবানবন্দি রেকর্ড শেষে তার মায়ের হেফাজতে দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার এক কিশোরী (১৪) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। বিদ্যালয়ে যাতায়াতের সময় তাকে প্রেমের প্রস্তাব দেয় সোহেল। কিন্তু ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করে। এ বিষয়ে স্কুলছাত্রীর পরিবার সোহেলের পরিবারের সঙ্গে কথা বললে সে ক্ষুব্ধ হয়ে ওঠে।
এরপর ১২ অক্টোবর বিকেল ৪টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গেটের কাছে মন্দিরের সামনে পৌঁছালে সোহেল ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় সোহেলসহ তিনজনকে আসামি করা হয়। আদালত ধুনট থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাতে গাজিপুরের কাশিমপুর এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশে ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


