বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে মো. শামসুল আলম (৪৫) নামে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গন্ডগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শামসুল আলম গন্ডগ্রাম কলেরপাড়ার আবুল হোসেনের ছেলে। তিনি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, শামসুল আলমের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইানে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


