বগুড়া জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো: মহিদ-উল-নবীক (মিশু) কে আহ্বায়ক এবং মো: ইয়াসিন আলী হিমেলকে সদস্য সচিব করে মোট ৩৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত ঘোষণাপত্রে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। জানানো হয়, কমিটির মেয়াদ হবে এক বছর।
সংগঠনের নেতারা জানিয়েছেন, জেলা আহ্বায়ক কমিটি অনুমোদনের পর খুব শিগগিরই বগুড়ার সব উপজেলা পৌর শাখার কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে।