বগুড়ার শাজাহানপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্বরনে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভাটা স্কুল মাঠ) মাঠে সবুজ শ্যামল সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার।
অনুষ্ঠানে বিএনপি নেতা এটিএম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফছার আলী’র সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সততা সীডস্ কোম্পানি ও সেলফ পয়েন্ট- এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিটি গ্রুপের ডিভিশনাল ম্যানেজার কামরুজ্জামান রাঙ্গা, বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম রানা টিপু, উপজেলা সেচ্ছাসেবকদল নেতা আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর আসকার, মোস্তফা কামাল, উপজেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন সবুজ শ্যামল সংঘের সদস্য ছাত্রদল নেতা তামীম সাদমান মাহী, রাশেদ আহম্মেদ, সুমন, সাকিব নূরনবী ইসলাম সহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে বি-ব্লক রান রাইডার ও মাদলা শেরকোল জুনিয়র ক্লাব অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বি-ব্লক রান রাইডারকে ৫ উইকেটে পরাজিত করে মাদলা শেরকোল ক্লাব বিজয় অর্জন করে।
আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।


