বগুড়ার শেরপুর উপজেলায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ তারে বিদ্যুতায়িত হয়ে লিপি খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ঘোগা বটতলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিপি খাতুন ভবানীপুর ইউনিয়নের ইতালি পূর্বপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি মোনায়েম কোম্পানিতে দিন মজুরি শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মোনায়েম কোম্পানি লিমিটেড নামের একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের উত্তর সাইটে বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণভাবে ডোবার পানিতে পড়ে ছিল। বৃষ্টির কারণে ডোবায় পানি জমে পুরো জায়গাটি বিদ্যুতায়িত হয়ে যায়।
শনিবার দুপুরে লিপি খাতুন ছাগলের ঘাস কাটতে ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”