বগুড়ার শেরপুরে চার্জ দেওয়ার কিছু সময় পর হঠাৎ বিকট শব্দে ‘টেকনো ক্যামন ১৬’ মডেলের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের গোসাইপাড়ার একটি বাড়িতে ভয়াবহ এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের মুহূর্তে কক্ষের ভেতর ছিলেন বাড়ির মালিক বাধন কর্মকার কৃষ্ণ ও তাঁর স্ত্রী, তবে মূহুর্তের ব্যবধানে পাশে সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারা।
বিস্ফোরণের তীব্রতায় বিছানার চাদর, খাটের অংশসহ ঘরের কিছু সামগ্রী পুড়ে যায়। তবে বড় অগ্নিকাণ্ড না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা যায়, প্রায় দুই বছর আগে কেনা নিজের টেকনো ক্যামন ১৬ ফোনটি নিয়ম মতো চার্জে দিয়েছিলেন বাধন কর্মকার কৃষ্ণ। চার্জ চলাকালীন হঠাৎ বিকট শব্দে ফোনটি টুকরো টুকরো হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই হতভম্ব হয়ে পড়েন তারা দুজন।
ঘটনার বর্ণনায় বাধন কর্মকার বলেন, “আমি আর আমার স্ত্রী ঠিক ফোনের পাশেই ছিলাম। এমন বিকট শব্দে বিস্ফোরণ হবে, তা ভাবতেই পারিনি। কয়েক সেকেন্ড দেরি হলে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত।”
তিনি আরও বলেন, “চালু অবস্থায় একটি ফোন এরকমভাবে বিস্ফোরিত হওয়া সত্যিই ভয়ানক। বিছানা ও খাটের কিছু অংশ পুড়ে গেছে, তবে আমরা দুজন অক্ষত আছি।”


