বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধিসহ তিন সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শেরপুর।
সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে সাংবাদিকরা ওই মামলা থেকে তিন সাংবাদিকের নাম প্রত্যাহার এবং কোনো যাচাই-বাছাই ছাড়াই মামলা গ্রহণ করায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করেন।
সম্মিলিত সাংবাদিক জোটের সমন্বয়ক রঞ্জন কুমার দে-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শেরপুর উপজেলা প্রেসক্লাব, শেরপুর থানা প্রেসক্লাব, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থা, সাংবাদিক উন্নয়ন সোসাইটি ও বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, খামারকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন, শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুল করিম প্রমুখ।
এছাড়াও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন।
বক্তারা বলেন, গত ২৯ ডিসেম্বর বগুড়া সদর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় (মামলা নং-৮২) উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিন সাংবাদিককে আসামী করা হয়েছে। আসামীরা হলেন, দৈনিক প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার ওরফে সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজারের প্রতিনিধি শুভ কুন্ডু এবং দৈনিক প্রভাতের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন পল্লব।
বক্তারা অভিযোগ করেন, এজাহারে এই তিন সংবাদকর্মীর প্রকৃত ‘সাংবাদিক’ পরিচয় গোপন করে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করলেও এখন তাদের সেই আন্দোলনের হামলাকারী হিসেবে আসামী করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তদন্ত ছাড়াই এই মামলা গ্রহণ করে সদর থানার ওসি অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
বেলা পৌনে ১২টা থেকে এক ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) স্ব-স্ব দপ্তরের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সরোয়ার জাহান, সাংবাদিক নজরুল ইসলাম, ইফতেখার আলম, শফিকুল ইসলাম, আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। দ্রুত দাবি মানা না হলে বগুড়া ও শেরপুরের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয়।


