আসন্ন সেচ মৌসুমকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং কৃষকদের বিভিন্ন প্রতিবন্ধকতা শুনতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির শেরপুর জোনাল অফিসের আয়োজনে সেচ গ্রাহকদের সাথে সরাসরি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং কৃষকদের খোলামেলা আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে মুখর হয়ে ওঠে এই আয়োজন।
পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শেরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মন্ডলের সভাপতিত্বে এবং এজিএম আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।
সভায় জেনারেল ম্যানেজার দেব কুমার মালো সেচ প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিভিন্ন নীতি ও পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি গ্রাহকদের প্রতিশ্রুতি দেন, আসন্ন সেচ মৌসুমে সরকার ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
এরপর তিনি সরাসরি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন।
অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষকদের মধ্য থেকে বেশ কয়েকজন তাদের অভিজ্ঞতা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
জয়লা-জুয়ান গ্রামের কৃষক শফিকুল ইসলাম, পালাশন গ্রামের আনিসুল রহমান বাবলু এবং পাঁচদেউলী গ্রামের মো. ফেরদৌস আলমসহ অনেকেই বিদ্যুৎ সংযোগ পেতে দেরি, লো ভোল্টেজ এবং ট্রান্সফরমার সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একইসাথে তারা পল্লী বিদ্যুতের আগের চেয়ে উন্নত সেবার প্রশংসাও করেন।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। তারা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে সেচ মৌসুমে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।