বগুড়ার শেরপুর এবং সিরাজগঞ্জের সোনামুখী আঞ্চলিক সড়কে দীর্ঘ ১০ মাস ধরে চলা পরিবহন ধর্মঘট ও দ্বন্দের অবসান হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুই উপজেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের যৌথ সভায় সমঝোতার ভিত্তিতে আগামীকাল মঙ্গলবার থেকে এই রুটে সরাসরি সিএনজি চালিত অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বেলা ১১টায় শেরপুর শহরের ধুনট রোড বাসস্ট্যান্ডে সিএনজি মালিক সমিতির কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলা এই সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন অন্তত ৮০টি সিএনজি অটোরিকশা চলাচল করে। যাত্রী ওঠানামা ও গাড়ি চলাচল নিয়ে দুই উপজেলার মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলে গত ১০ মাস ধরে এই রুটে সরাসরি যান চলাচল বন্ধ ছিল। এতে প্রতিদিন যাতায়াতকারী প্রায় ১০ থেকে ১২ হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
সমঝোতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের শেরপুর শাখার সভাপতি আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান। এছাড়া সিরাজগঞ্জের সোনামুখী সিএনজি মালিক সমিতির সভাপতি সবুজ রহমান ও হামিদুল ইসলামসহ উভয় উপজেলার পরিবহন নেতারা আলোচনায় অংশ নেন।
শ্রমিক নেতা মতিউর রহমান মতি জানান, যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে উভয় পক্ষের সম্মতিতে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হয়েছে। মঙ্গলবার থেকে শেরপুর-সোনামুখী রুটে আগের মতোই নির্বিঘ্নে সিএনজি চলাচল করবে।


