বগুড়ার শেরপুর পৌর শহরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও “খগেন ডাক্তার” নামে সুপরিচিত পল্লী চিকিৎসক শ্রী খগেন চন্দ্র সরকার (৭৯) মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ আগস্ট) বিকেল পৌনে পাঁচটার দিকে নিজ বাড়ির ছাদে গাছের পরিচর্যা করার সময় পা পিছলে পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাত পান।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হঠাৎ পড়ে যাওয়ার আঘাতের কারণে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে তার মৃত্যু হয়েছে।
শ্রী খগেন চন্দ্র সরকার শেরপুর পৌর শহরের সান্যালপাড়ার একজন সজ্জন ও সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার স্ত্রী বুলবুলি রানী সরকার, ছোট ছেলে পার্থ সরকার এবং দুইজন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে তীর্থ সরকার বেশ কয়েক বছর আগেই মারা যান। পৌর শহরে তার প্রতিষ্ঠিত “তীর্থ কমপ্লেক্স” নামক বাণিজ্যিক ভবনটি একটি পরিচিত স্থান।
তার এই আকস্মিক মৃত্যুতে শেরপুর ঔষধ ব্যবসায়ী সমিতিসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার শেষকৃত্য শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশানে অনুষ্ঠিত হবে।