বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, ট্রাকটিতে থাকা ৩৯৫ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার পরিবহনের সময় কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা।
অভিযানটি পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম। অভিযানে সহায়তা করে শেরপুর থানা পুলিশের একটি টিম।
জব্দ হওয়া ট্রাকটির মালিক টাঙ্গাইলের আমিনুর ইসলাম জানান, সান্তাহারের একটি পরিবহন সংস্থা ট্রাকটি লালমনিরহাটে সার পৌঁছে দেওয়ার জন্য ভাড়া নেয়। তবে সার তোলার সময় কোনো কাগজপত্র দেয়নি, বলেছিল চারমাথায় কাগজ দেওয়া হবে।
চালক দীর্ঘসময় অপেক্ষা করেও তা না পাওয়ায় সন্দেহ হলে তার পরামর্শে ট্রাকটি শেরপুরে আনা হয় এবং স্থানীয়দের সহায়তায় প্রশাসনকে খবর দেওয়া হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, “স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়। সার পরিবহনের কোনো বৈধ কাগজপত্র ছিল না। সারের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”