বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন।
জানা যায়, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ও অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ইউনিয়নের নাগরিকরা দীর্ঘদিন ধরে জন্ম-মৃত্যু নিবন্ধন, সনদপত্র, লাইসেন্সসহ নিত্যপ্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত ছিলেন।
প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল হাসান জানান, প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে ইউনিয়নের জনগণ আবারও নিয়মিত নাগরিক সেবা পাবেন।
দায়িত্ব গ্রহণ শেষে প্রশাসক আবদুল জব্বার বলেন, “জনস্বার্থে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততার সঙ্গে পালন করবো। ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক রাখাই আমার প্রধান লক্ষ্য।”
শাহবন্দেগী ইউনিয়নটি প্রায় ১৪.৭০ বর্গকিলোমিটার আয়তনের। এখানে ৩৩ হাজারেরও বেশি ভোটার, প্রায় ৬০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্তত এক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়দের আশা, প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নে স্থবির হয়ে পড়া সেবাগুলো দ্রুত স্বাভাবিক হবে।