বগুড়ার শেরপুরে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরোজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শ্রমিক লীগ নেতা ও আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে এবং গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক শ্রমিক লীগ নেতা মো. সাইফুল ইসলাম (৪০), তিনি উপজেলার টাউন কলোনি এলাকার জহুরুল ইসলামের ছেলে। অপরজন মো. রানা মাহমুদ (৩২), একই উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে বিএনপির মনোনীত প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “একই মামলায় তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”


