বগুড়ার শেরপুর উপজেলায় কলা গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে এক ছাগলকে কুপিয়ে হত্যার ঘটনায় সজিব হাসান (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ
বুধবার (২০ আগস্ট) দুপুরে সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট সকালে চকধলী গ্রামের জাহেদা খাতুন (৪০) তার পরিবারের তিনটি ছাগল চরাঞ্চলে চরাতে দেন। পরে দুপুরে ছাগল নিয়ে ফেরার সময় একটি ছাগল সজিব হাসানের কলা গাছের পাতা খায়।
এতে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো দা দিয়ে একটি ছাগলকে কুপিয়ে হত্যা করেন এবং আরও দুটি ছাগলকে মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে জাহেদা খাতুন ও তার শিশু কন্যাকে হত্যার উদ্দেশ্যে দা হাতে তাড়া করলে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে পালান।
ছাগল হত্যার ঘটনায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে জাহেদার স্বামী আল মাহমুদ বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরদিনই পুলিশ সজিবকে গ্রেপ্তার করে।
শেরপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, “বুধবার দুপুরে আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।