করতোয়া নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের আঘাতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী-রনবিরবালা সড়কের প্রায় ১০০ মিটার অংশ এখন মারাত্মক ঝুঁকিতে। সড়ক রক্ষায় বসানো বালিভর্তি জিও ব্যাগগুলো পানির তীব্র চাপে ধসে গিয়ে নদীতে ভেসে যাচ্ছে, দেখা দিয়েছে নতুন ভাঙন।
প্রায় এক বছর আগে বগুড়া পানি উন্নয়ন বোর্ড এ অংশের সুরক্ষায় জিও ব্যাগ বসায়। কিন্তু সাম্প্রতিক অতিবৃষ্টিতে করতোয়ার পানি উপচে পড়ায় স্রোতের তীব্রতা বেড়ে যায়, ফলে জিও ব্যাগ সরে গিয়ে সড়কের কিনারা ভাঙতে শুরু করেছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, নদীর পাড়ের মাটি সরে গিয়ে জিও ব্যাগগুলো ভেসে গেছে, প্রায় ১০০ মিটার সড়ক সরাসরি ভাঙনের মুখে।
স্থানীয় ইজিবাইক চালক সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন জানান, আগস্টের অতিবৃষ্টির পর থেকেই নদীর পানি ও স্রোত বেড়ে গেছে, যা জিও ব্যাগগুলোর ওপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্র জানায়, ২০২২ সালে ৫২ লাখ টাকা ব্যয়ে ২৩০০ মিটার সড়ক সংস্কার করা হয়েছিল, যার মধ্যে করতোয়া নদীর পাড়ের প্রায় ১৩০ মিটার অংশই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
এ সড়কটি ফুলবাড়ী বাজারে প্রবেশের প্রধান পথ, যেখানে প্রতিদিন শেরপুর ছাড়াও ধুনট ও সিরাজগঞ্জের কাজীপুরের কৃষকেরা সবজি নিয়ে আসেন। সড়ক ভেঙে গেলে বাজারে যাতায়াতে বড় ধরনের সমস্যা হবে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
গাড়িদহ ও খামারকান্দি ইউনিয়নের অন্তত পাঁচ গ্রামের কৃষকেরা জানিয়েছেন, দ্রুত সংস্কার না হলে তারা উৎপাদিত সবজি বাজারে তুলতে পারবেন না, এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।