বগুড়ায় সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি ও চড়া মূল্যে গ্যাস বিক্রয় রোধে কঠোর অবস্থানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ জানুয়ারি) জেলার শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে সিলিন্ডার গ্যাসের সংকট এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ আসছিল। এরই পরিপ্রেক্ষিতে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ দিনভর বিভিন্ন বিক্রয়কেন্দ্রে তদারকি করা হয়। এসময় ডিলার ও খুচরা বিক্রেতাদের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ পরীক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয়।
তদারকিকালে শাজাহানপুর উপজেলার ‘আবির আরাফাত স্টোর’ এর স্বত্বাধিকারী মোহাম্মদ আশরাফুলকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সদর উপজেলার তিনমাথা এলাকায় অবস্থিত ‘বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট’ এ বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস বিক্রি এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত বিধি ও আইন মেনে ব্যবসা করার কঠোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


