নওগাঁর মহাদেবপুরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিশাল কুমার নামে এক যুবক। তার বর্তমান নাম মোহাম্মদ বরকতউল্লাহ। ইসলাম ধর্মের মর্মকথা, ইসলামের তাৎপর্য ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।
বিশাল কুমার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুন্জবন গ্রামের কমল বাশফর ও সুকুমারী দম্পতির ছেলে। গতকাল সোমবার তিনি কোর্ট এভিডেভিড করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ব্যাপারে মঙ্গলবার ওই এলাকায় খোঁজ নিতে গেলে তার পরিবারের কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।
নওগাঁ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হলফনামা থেকে জানা যায়, বিশাল কুমার ওরফে মোহাম্মদ বরকতউল্লাহ কোর্ট ইমামের কাছে পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মদ রাসুলুল্লাহ্ (সা.)’ মৌখিকভাবে পাঠ করেন এবং আন্তরিকভাবে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি মনে প্রাণে ইসলাম ধর্ম পালন করেছেন।
এ ব্যাপারে মোহাম্মদ বরকতউল্লাহ বলেন, ইসলাম শান্তির ধর্ম। প্রায় ১০/১২ বছর ধরে ইসলাম ধর্মের সকল কার্যক্রম আমার ভালো লাগে। আজানের ধ্বনি, কুরআন তিলাওয়াত ও ইসলাম ধর্মের আচার-অনুষ্ঠানে মুগ্ধ হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন মুসলমান বন্ধুদের সাথে চলাফেরা, ইসলাম ধর্মের বই পুস্তকের কথা শুনে এবং ইসলামী চিন্তাবিদ ও আলেম-ওলামাদের কথা শুনে তিনি মহান আল্লাহর একত্ববাদ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হই। এরপর সনাতন ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেই। আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারো কোনো প্ররোচনা ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাকি জীবন আল্লাহ ও রাসুলের পথে চলার জন্য সকলের কাছে আমি দোয়া কামনা করি