নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে নওগাঁ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর প্রায় ৩ ঘন্টা ব্যাপী যৌথ বিশেষ অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজা ও ১৬ লিটার ৬০০ গ্রাম বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়।
রোববার (২১ জিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন রাহুল (১৯) ভবেষ বাঁসখোরের ছেলে এবং রাজা বাঁসখোর (৩৭) শ্রী ভানু বাঁসখোরের ছেলে। তাদের বাড়ি নওগাঁ জেলার নুনীয়া পট্রি এলাকার সুইপার কলোনিতে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের হরিজন সুইপার কলোনিতে সকালে মৃত ভানুর ছেলে মনির বাড়িতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় ঘরের তালা ভেঙে গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা গাঁজার কয়েকটি প্যাকেটি পুকুরে পানিতে ফেলে দেয়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
পরে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। প্রতিটি বাসায় তল্লাসি চালানো হয়। এসময় কিছু বাংলা মদ উদ্ধার করা হয়।
মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।


