ধর্মের নামে অপব্যাখ্যা ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দেবেন প্রকৃত আলেম-ওলামারা, অপব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালে ঐতিহাসিক চরমোনাই দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সতর্কবার্তা দেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, “বিভিন্ন সময়ে যারা ধর্ম, আল্লাহ ও রাসুল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে, তাদের আমরা দ্রুত আইনের আওতায় এনেছি। ভবিষ্যতেও কেউ এমন কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
ড. খালিদ আরও বলেন, আইন হাতে তুলে নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, সহিংসতা বাড়ে। তাই কেউ অন্যায় করলে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত এলে তা দেখার দায়িত্ব প্রশাসনের। তিনি সবাইকে সংযমী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
ইসলামি চেতনাবোধ তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা শত বছরের পর শত বছর ধরে ইসলামের সঠিক শিক্ষা প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তাদের মেহনত ব্যর্থ হয়নি, ভবিষ্যতেও সফলতা অব্যাহত থাকবে।
মাহফিলে দেশের পরিস্থিতি এবং সামনের জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। ড. খালিদ বলেন, “৫৪ বছর পর একটি সুযোগ এসেছে। সুযোগ বারবার আসে না। খোলাফায়ে রাশেদীনের আদলে কল্যাণ রাষ্ট্র গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।


