অভিযানভিত্তিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আগামৗ নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীর জন্য ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) কিনবে অন্তর্বর্তী সরকার।
শনিবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ৪০ হাজার বডিক্যামের ক্রয় প্রক্রিয়া শেষ পর্যায়ে এবং অক্টোবরের মধ্যে কেনার লক্ষ্য রাখা হয়েছে, যাতে পুলিশ সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসহ ডিভাইসগুলোর মূল ফিচার নিয়ে প্রশিক্ষণ নিতে পারেন। জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে সরবরাহ নিয়ে যোগাযোগ করা হয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় নির্বাচনের কাজে নিয়োজিত পুলিশ সদস্য ও কনস্টেবলরা এই বডিক্যামগুলো বুকে ধারণ করবেন। কর্তৃপক্ষ বলেছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হাজারো ভোটকেন্দ্রে এ ডিভাইসগুলো নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের ক্রয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং হাজারো পুলিশ সদস্যের জন্য সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দেন।
তিনি বলেন, “যে কোনো মূল্যে দেশের সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য হলো ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।”
এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা জানান। অ্যাপটিতে প্রার্থী সম্পর্কিত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর জন্য ইন্টারঅ্যাকটিভ সুবিধাসহ ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালু করে দেশের ১০ কোটির বেশি ভোটারের জন্য সহজে ব্যবহারযোগ্য করার নির্দেশ দেন।