হবিগঞ্জের নবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা চোরাই মুঠোফোন উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়ে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিবপাশা এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান (৩০), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন (২৯), কনস্টেবল মাইনুল ইসলাম (৩২), শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫)। প্রথমে তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়; পরে কনস্টেবল শাহ ইমরানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানায়, নোয়াপাড়া গ্রামের রুমন মিয়া (২৮) সম্পর্কে তথ্য আসে যে তিনি একটি চোরাই মুঠোফোন ব্যবহার করছেন। মুঠোফোনের মালিক থানায় সাধারণ ডায়রি (জিডি) করলে গতকাল রাতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল শিবপাশায় অভিযান চালিয়ে মুঠোফোনসহ রুমনকে আটক করে।
আটক রুমন উদ্ধার হওয়া মুঠোফোনটি তার বলে দাবি করলে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় রুমনের ভাই মামুন মিয়া ও কয়েকজন নারী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, ঘটনার পর পরই পুলিশ মামুন মিয়া সহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের আদালতে গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি চলছে।