বগুড়ার শেরপুরে আলোচিত অটোচালক আবু বক্কর হত্যা মামলার অন্যতম আসামি মনির হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি শেরপুর উপজেলার হাপুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
সোমবার (১০ নভেম্বর) রাত পৌঁনে ৯ টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার উপ পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে অটোচালক আবু বক্করকে তারই তিন বন্ধু পরিকল্পিতভাবে হত্যা করে। হত্যার পর তার মরদেহ বাগড়া হঠাৎপাড়া এলাকার একটি পুকুরে ফেলে দেয় এবং অটোটি নিয়ে পালিয়ে যায়।
পরে ৯ সেপ্টেম্বর বাগড়া হঠাৎপাড়া পুকুর থেকে আবু বক্করের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম আসামি সুমন সরকারকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে জুয়েল নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়। সর্বশেষ সোমবার রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে তৃতীয় আসামি মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে শেরপুর থানার উপ পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, অটোচালক আবু বক্কর হত্যাকান্ডে জড়িত তৃতীয় আসামী মনির হোসেনকে বিশেষ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।


