ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ছাত্র লিপন রায় (দ্বীপ) আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দ্বীপ ২০১৪–১৫ সেশনের ছাত্র ছিলেন এবং জগন্নাথ হলে আবাসিক ছিলেন। তিনি জগন্নাথ হল শাখা ছাত্রলীগের কাজল দাশ ও অতনু বর্মন কমিটির ১ নম্বর সহ-সভাপতি হিসেবে কাজ করতেন। তার বাড়ি লালমনিরহাট জেলায়।
দ্বীপের ব্যাচমেট ও গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল জোবায়ের জানান, ব্যক্তিগত কারণেই শুক্রবার মধ্যরাতে দ্বীপ নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন, বহু জায়গায় চাকরি নিয়ে ফ্রাস্ট্রেশনের কথা শোনা গেলেও, তিনি বলেছেন, দ্বীপ ডাচ বাংলা ব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন বিষয়টি ব্যক্তিগত।
নিহতের দাদা সজীব বলেন, তাদের ধারণা দ্বীপ ক্যাসিনো-জুয়ার সঙ্গে জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। এ কারণেই হতাশায় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, তিনি এখনো বিষয়টি শুনেননি এবং প্রয়োজনীয় খোঁজ–খবর নেবেন।