টিএফআই সেল এবং ‘আয়নাঘর’-এ গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় ১৩ জন সিনিয়র সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়। পুলিশ, র্যাব ও বিজিবি কড়া নিরাপত্তা বজায় রাখে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা সদস্যরাও উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল আজ এই মামলাগুলোর শুনানি করবে; গ্রেপ্তারি পরোয়ানা ফেরত, পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তারিখ পরিবর্তনের পর ২২ অক্টোবর ১৩ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়েছিল এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। আগস্ট-অক্টোবারের মধ্যে মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।
এক মামলায় টিএফআই সেলে গুম-নির্যাতনের অভিযোগে ১৭ জনকে আসামি করা হয়েছে, অন্য মামলায় আয়নাঘরে গুমের অভিযোগ আনা হয়েছে। কারাবন্দি ১৩ কর্মকর্তার মধ্যে বেশ কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল রয়েছেন।
আজকের শুনানিতে তাদের উপস্থিতি ও পরবর্তী আইনগত পদক্ষেপ গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।


