বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। জালালাবাদ থানা পুলিশ তাকে সঙ্গে নিয়েছে বলে পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়।
এসএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম রাতেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার জানায়, গ্রেপ্তারের সময় পুলিশ তাদেরকে বিস্তারিত কিছু জানায়নি।
সিপিবি সিলেটের সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য বলেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে পুলিশ এসে হঠাৎ সুমনকে নিয়ে যায়। এসময় তার পরিবারকেও কিছু জানানো হয়নি।”
সুমন সম্প্রতি নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে চালকদের আন্দোলনে সক্রিয় ছিলেন। গত মঙ্গলবার নগরে চালকদের ১১ দফা দাবিতে বিক্ষোভের সময় তিনি নেতৃত্ব দেন। আন্দোলনের একপর্যায়ে সুমন ও কয়েকজন নেতা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এবং দাবি আদায়ের জন্য রোববার পর্যন্ত সময় বেঁধে আন্দোলন স্থগিত করে। তবে শুক্রবার মধ্যরাতে তাকে আটক করা হলো।
শুক্রবার সন্ধ্যায় মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অটোরিকশাচালকদের আন্দোলনের নামে “দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা” চলছে। তিনি বলেন, সংঘাতের আশঙ্কায় শনিবার ও রোববারের কর্মসূচি পালনের অনুমতিও দেওয়া হয়নি।
গত সেপ্টেম্বরে শেষের দিক থেকে সিলেট মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে পুলিশ অভিযান শুরু করে। কমিশনারের নেতৃত্বে অভিযানে বহু রিকশা জব্দ করা হয় এবং চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে নগরে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো চলাচল বন্ধ রয়েছে।


