বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে দিনাজপুর জেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর সদরস্থ শিশু একাডেমিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত জানায় জেলা বিএনপি। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় বক্ত্যারা বলেন শুক্রবার থেকেই খালেদা জিয়ার পক্ষে প্রচারণা শুরু হবে। একই দিনে জেলার প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা ভিত্তিক লিফলেট বিতরণ করা হবে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে একটি বিস্তৃত সভা আয়োজনের কথাও জানানো হয়।
ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজনের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি জনআকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আরও বলেন, ১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ, তাই তরুণদের প্রতি বিশেষ নজর রেখে প্রচারণার পরিকল্পনা সাজানো হচ্ছে।
জেলা বিএনপির নেতারা জানান, শুক্রবার থেকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মাঠে প্রচারণা জোরদার করা হবে এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।


