আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানসহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে এ ঘোষণা দেন।
মনোনয়ন যাচাই সভায় রিটার্নিং কর্মকর্তা আব্দুল হকের উদ্দেশে বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী তিনি একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণখেলাপি। তিনি আরও বলেন, এসব ইস্যু থাকলে সিআইবি থেকে হালনাগাদ তথ্য আনা প্রয়োজন ছিল। সে কারণে এই মুহূর্তে মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই। তবে আপিল করার সুযোগ রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, আব্দুল হক মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্নের কপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেননি। পাশাপাশি প্রস্তাবকারী ও সমর্থনকারীদের তথ্যও দেওয়া হয়নি।
মনোনয়ন বাতিলের বিষয়ে কর্নেল (অব.) আব্দুল হক গণমাধ্যমকে বলেন, ২০১২ ও ২০১৩ সালে তিনি একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। ওই প্রতিষ্ঠানে অনিয়ম থাকায় পরে তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগপত্র তার কাছে রয়েছে। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, এটি একটি পারিবারিক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের নামে কেউ ঋণ নিতে পারে, তবে এর সঙ্গে তিনি জড়িত নন।
উল্লেখ্য, ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। যাচাই–বাছাই শেষে আব্দুল হক ছাড়া বাকি দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


