জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা পানিতে ভাসমান শাপলা চাইনি। পানিতে ভাসমান থাকা শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে। ব্যালটে আমরা শুধু শাপলা চাই, পানিতে ভাসমান শাপলা নয়।”
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এ কথা বলেন dkdb।
সারোয়ার তুষার বলেন, “শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা পানিতে ভাসমান শাপলা চাইনি। পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে। ব্যালটে কী থাকবে? আমরা যেভাবে চাচ্ছি, শুধু শাপলা থাকবে, পানিতে ভাসমান শাপলা থাকবে না।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার সময় বিষয়টি স্পষ্ট করা হয়েছিল। কমিশন বলেছিল ১৫০টি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করা হবে এবং শাপলা প্রতীক সেখানেই আলোচনায় আসে। তখন নাগরিক ঐক্যও এই প্রতীক দাবি করে। কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করার পর কমিশন বলছে, যেহেতু শাপলা জাতীয় প্রতীক, তাই এটি দেওয়া যাবে না।
সারোয়ার তুষারের অভিযোগ, নিবন্ধনের আগে যেভাবে শাপলা প্রতীকের বিষয়টি আলোচনায় রাখা হয়েছিল, পরে তা পরিবর্তন করায় তারা প্রতারিত মনে করছেন। তিনি বলেন, “আমাদের আলোচনাটা ডেভেলপমেন্ট আছে কমিশনের সঙ্গে। আমরা আবার চিঠি দিয়েছি। তারা আমাদের সঙ্গে প্রতারণা করছে, সেই বিষয়টা আমরা তুলে ধরেছি। সারা দেশে জুলাই পদযাত্রার সময়ও মানুষজন শাপলা নিয়ে এসেছে, কারণ তারা দেখেছে আমরা শাপলা চেয়েছি।”