আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচার মিছিল করেছে বগুড়া জেলা ছাত্রদল।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের কলোনী বাজার এলাকায় প্রচারণা থেকে নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে প্রচারণা লিফলেটও বিতরণ করা হয়।
বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান নেতাকর্মীরা।
সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে বগুড়া জেলা ছাত্রদলের আয়োজিত এ গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, অভি, মশিউর, আরিফুল, হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়, আলী হাসান, প্রান্ত, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা,
সিনিয়র সহ-সভাপতি রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রণি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, সদস্য সচিব সোহাগসহ বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতৃবৃন্দ।


