মির্জা আব্বাসের নির্বাচনী জয়ের চেয়ে পরাজয়ের রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক
শনিবার (২ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, “আপনি একটু ডেটা ক্যাল্কুলেশন করে দেখবেন। ওনার জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি। সো এবার শাপলা কলি জয়ী হবে।”
এ সময় তিনি তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়েও কথা বলেন। নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের লজ্জা ও শরম থাকা উচিত। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।


