আগামী নির্বাচনে দেশের জনগণের পাশাপাশি মা–বোনেরাও বাংলাদেশ জামায়াতে ইসলামিকে বেছে নেবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। জনগণের প্রতি শতভাগ আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণই সুশাসনের নিশ্চয়তা দেবে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, “আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।”
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে, তবে সেটিকে স্বাগত জানানো হবে। “দুর্নীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে যারা থাকবে, আমরা তাদের সঙ্গেই থাকবো,” যোগ করেন তিনি।
তবে আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, এই শঙ্কা থাকলেও তা আগে নির্বাচন কমিশনকে জানানো হবে। সেখানে সমাধান না হলে বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, “এবারের নির্বাচন যদি দেশের জনগণের হাতছাড়া হয়ে যায়, তাহলে কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে, তা আমাদের জানা নেই।”


