ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি কিংবা বাণিজ্যিক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে নানা আলোচনা হলেও অর্থ-বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তার ভাষায়, রাজনৈতিক টানাপোড়েন থাকলেও তা বাণিজ্যিক সম্পর্ককে প্রভাবিত করবে না।
তিনি বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে ঘিরে যে ঘটনা ঘটেছে, সেটি দুঃখজনক। তবে এমন ঘটনার সূত্রপাত বাংলাদেশের পক্ষ থেকে হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এ ধরনের বিচ্ছিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সামগ্রিক অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে তিনি মনে করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশ কখনোই চায় না প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক। দুই দেশের মধ্যে যে কোনো মতভেদ আলোচনার টেবিলেই সমাধান হওয়া উচিত। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট না করেই বিষয়গুলোর মীমাংসা সম্ভব, এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
এ সময় তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা।


