জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পদত্যাগ সংক্রান্ত খবর গুজব, তিনি এনসিপির সঙ্গে রয়েছেন এবং সরকার গঠন পর্যন্ত দলটির সঙ্গেই থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে মাগুরায় স্মরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকালে জুলাই শহীদদের স্মরণ অনুষ্ঠানে অংশ নেয়ার পর মাগুরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দেন। তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।”
পাটওয়ারী জানান, রাতের মধ্যে একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এসব গুজব মূলত ভুলভাবে ছড়ায়। তিনি বলেন, অনেকে ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বলে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে দেন, এর ফলে অপসাংবাদিকতা বাড়ে। সত্যিকার অর্থে অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন যেখানে দুর্নীতি, প্রশাসনিক ব্যত্যয় ও সংস্কারের বাস্তব অবস্থা সম্পর্কে অনুসন্ধান করা হবে। তিনি বিশেষ করে সচিবালয়, আমলাতন্ত্র, মিলিটারি ও পুলিশের সংস্কার ও সংশ্লিষ্ট রিপোর্টগুলোর অনুসরণীয় দিকগুলোকে খতিয়ে দেখবার ওপর জোর দেন।
পাটওয়ারী আরও বলেন, একটি ব্যবসায়িক গোষ্ঠীর কিছু প্রকাশনা ও চ্যানেলে যারা সুস্থ সাংবাদিকতা করতে চান, তারা অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। তিনি সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বানও জানান।
প্রসঙ্গত, গত রাতে কয়েকটি সংবাদমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছিল; পরে এনসিপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব উল্লেখ করা হয়।


