বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মাহফুজার রহমান (৪৮), উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমান নগর গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে। তিনি গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অপরজন মৃত্যুঞ্জয় কুমার সরকার (৪৭), চক খানপুর এলাকার (বর্তমান ঘোষপাড়া) মৃত শচীন্দ্র নাথ সরকারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান এবং বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করেন।
ওই ঘটনায় শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মামলার তদন্তে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। একটি মামলা দায়ের করেন।


