রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

মেয়ের জন্য চিপস কিনে বাড়ি ফিরতে পারলেন না মোবারক হোসেন

বিশেষ সংবাদ

মেয়ের জন্য চিপস কিনে বাড়ি ফিরেছিলেন মোবারক হোসেন। গত ১৯ জুলাই রাজধানীর রায়েরবাগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিনি।

নিহত মোবারক হোসেন (৩৩) কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার পূর্ব নয়াকান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো: আবুল হাশেম। মোবারক তার স্ত্রী-সন্তানকে নিয়ে রাজধানীর রায়েরবাগের আপন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার সঙ্গে থাকতেন মা, ভাই ও ভাইয়ের স্ত্রী।

গত (১৯ জুলাই) তাদের বাসার নিচে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। দুপুরে বাসার নিচে দোকানে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। দুই দিন পর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

গত মঙ্গলবার সরজমিনে করিমগঞ্জের পূর্ব নয়াকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, মোবারকের বাড়িতে সুনসান নীরবতা। তার ঘরে ঢুকতেই দেখা যায় হাঁড়িপাতিল, রান্নার চুলাসহ সংসারের জিনিসপত্র ও আসবাব স্তূপ করে রাখা।

মোবারক নিহত হওয়ার পর ঢাকা থেকে পরিবারের সদস্যরা এগুলো নিয়ে তাদের নিজ বাড়িতে চলে এসেছেন। নিহত মোবারকের মেয়ে আদিবা চিপস নিয়ে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করছে। আড়াই বছরের আদিবা এখনও বুঝতেই পারছে না তার জন্য চিপস কিনতে গিয়ে তার বাবার সঙ্গে কী ঘটেছে।

মোবারকের ছোট ভাই মোশারফ হোসেন বলেন, গত (১৯ জুলাই) ছিল শুক্রবার। বাড়ির নিচে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আমার ভাই (মোবারক) বাসার পাশের একটি মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে ঘরে ফিরেছিল মোবারক।

তখন আদিবা বাবার কাছে চিপস খাওয়ার জন্য বায়না ধরে। পরে মোবারক বাসার নিচের দোকান থেকে তার মেয়ের জন্য চিপস আনতে যায়। এসময় তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামীকে হারিয়ে শোকে পাথর স্ত্রী শান্তা আক্তার। একপর্যায়ে তিনি তার ছোট্ট মেয়ে আদিবাকে কোলে টেনে নিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, কী অপরাধ ছিল আমার স্বামীর? কেন তাকে এভাবে গুলিতে মরতে হলো? এই ছোট্ট শিশুকে নিয়ে আমি কোথায় দাঁড়াব? কী করব? কিছুই বুঝতে পারছি না।

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হান্নান বলেন, ‘মোবারক কোনো রাজনীতি, আন্দোলন বা ঝামেলার সঙ্গে জড়িত ছিল না। ছোটবেলা থেকেই দেখে আসছি তাকে। তিনি খুবই নিরীহ আর অমায়িক ছেলে ছিল। তার এই অকালমৃত্যুতে শোকাহত এলাকাবাসী। এখন সরকারের উচিত মোবারকের পরিবারের পাশে দাঁড়ানো এবং তার স্ত্রী-সন্তানকে সহায়তা করা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

তারেক রহমানের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের আমজনতার দলে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় গাছের গুড়ির ভেতরে লুকানো ৩৬ কেজি গাঁজা উদ্ধার

বগুড়ায় অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গাছের গুড়ির ভেতর ফাঁকা জায়গা তৈরি করে লুকিয়ে রাখা ৩৬ কেজি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বগুড়ায় যুবদল নেতা বহিষ্কার

দলীয় নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বগুড়া জেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল...

বগুড়ায় গাছের গুড়ির ভেতরে লুকানো ৩৬ কেজি গাঁজা উদ্ধার

বগুড়ায় অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গাছের গুড়ির ভেতর ফাঁকা জায়গা...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক...

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বগুড়ায় যুবদল নেতা বহিষ্কার

দলীয় নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বগুড়া জেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।...

ভূমি রক্ষায় বগুড়ার শেরপুরে সম্প্রীতি সমাবেশ

মণ্ডল গ্রুপের দখলকৃত সরকারি খাস জমি ও পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে বগুড়ার শেরপুরে সম্প্রীতি সমাবেশ করেছে হিন্দু মুসলিম...

শেরপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ,...

বিশেষ দলকে সরকারি প্রোটোকল দিলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা হতে পারে: নাহিদ ইসলাম

সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়লে আসন্ন...