বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণে এমন সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে—এমন তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা টিম বিসিবিকে যে তিনটি পরামর্শ দিয়েছে, তার মধ্যে রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত না করা। পাশাপাশি বাংলাদেশের জার্সি ও জাতীয় পতাকা নিয়ে দর্শকদের চলাফেরার বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা ততটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আগ্রহী নয়।
এই পরিস্থিতিতে আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠি এবং সুপারিশ ঘিরে বাংলাদেশ দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।


