রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

পুকুরপাড়ে ধসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ স্কুলের শিক্ষার্থীরা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। এখান থেকে সরকারি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন

অথচ সুনামের সঙ্গে পাঠদান চালিয়ে আসা এই প্রতিষ্ঠানটির প্রবেশপথ এখন কোমলমতি শিক্ষার্থীদের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশ ঘেঁষে থাকা বিশাল ও গভীর দুটি পুকুরের মাঝখানের সরু পাড় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে অন্তত ১২৫ জন শিশু শিক্ষার্থী। এমনকি পুকুরগুলোর ভাঙনের কারণে খোদ স্কুল ভবনটিও যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায় রয়েছে।

দুই পাশে গভীর পুকুর, মাঝখানের এই সরু পথ দিয়েই আতঙ্কের মধ্যে বিদ্যালয়ে আসা-যাওয়া করে হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্বেষণ।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের একেবারে গা ঘেঁষেই রয়েছে দুটি বড় পুকুর। স্থানীয়দের মতে, পুকুরগুলোর গভীরতা প্রায় ১৫ ফুট। বিদ্যালয়ে প্রবেশের জন্য কোনো প্রশস্ত রাস্তা নেই, পুকুর দুটির মাঝখানের সরু আইল বা পাড়ই যাতায়াতের একমাত্র মাধ্যম।

বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতে এই মাটির পথ পিচ্ছিল ও কাদাভর্তি হয়ে যায়। এছাড়া পুকুরের পাড় ভাঙতে শুরু করায় রাস্তাটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে, পাশাপাশি দুজন হাঁটাও দায়। অভিভাবক ও স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে পাড় ধসে বা পিচ্ছিল পথে পা পিছলে পুকুরে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ওসমান গণি বলে, “স্কুলে আসার সময় খুব ভয় লাগে। রাস্তাটা অনেক চিকন, একটু এদিক-সেদিক হলেই পুকুরে পড়ে যাব। বর্ষাকালে তো আসতেই পারি না।”

চতুর্থ শ্রেণীর ফাতেমা খাতুন ও তৃতীয় শ্রেণীর রিফাত হোসেন জানায়, “পুকুরের পাড় অনেক উঁচু আর খাড়া। আমাদের যাতায়াত করতে করতে অভ্যাস হয়ে গেছে, তবুও ভয় লাগে।” দ্বিতীয় শ্রেণীর ফারিহা খাতুন ও প্রথম শ্রেণীর জান্নাত ইসলাম জানায়, তাদের এই ভয়ের রাস্তা অনেক কষ্টে পার হতে হয়।

স্থানীয় বাসিন্দা মো. রুবেল উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়টি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।”

বিদ্যালয়ের সার্বিক অবস্থা নিয়ে প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন, “বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে চলছে, কিন্তু এই যাতায়াত ব্যবস্থার কারণে আমরা চরম বাধার সম্মুখীন হচ্ছি।

বিদ্যালয়ের নামে বর্তমানে মোট ৩৩ শতাংশ জমি রয়েছে। সংযোগ সড়ক না থাকায় বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য কোনো গাড়ি বা মালামাল প্রবেশ করানো যায় না, ফলে সংস্কার কাজও ব্যাহত হচ্ছে।”

বগুড়ার শেরপুরের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন। ভবনের গা ঘেঁষে বেড়ে ওঠা বিশাল গাছটি অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করছে, গাছটি অপসারণের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ। অন্বেষণ।

তিনি আরও বলেন, “পুকুরের পাড় সংস্কার করাটা এখন সবচেয়ে জরুরি। এছাড়া স্কুল ভবন সংলগ্ন একটি বটগাছ বেড়ে উঠেছে যা ভবনের জন্য ঝুঁকির কারণ। গাছটি নিলামের মাধ্যমে কাটার জন্য আমি সমাপনী পরীক্ষার পর উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানাবো।”

বিদ্যালয় সংলগ্ন পুকুরের মালিক আব্দুস সাত্তার বলেন, “বিদ্যালয়টি প্রতিষ্ঠার আগে থেকেই এখানে পুকুর ও জঙ্গল ছিল। জমির মূল মালিক শচীন্দ্রনাথ রায় মোট সোয়া ৫ বিঘা জমি থেকে ৩৩ শতক বিদ্যালয়কে দান করেন এবং বাকি সোয়া ৪ বিঘা (দুটি পুকুর) আমাকে কবলা মূলে লিখে দেন। যার মধ্যে উত্তরের পুকুরটি ১ একর ৩৯ শতক ও অন্যটি ৮২ শতক।

পুকুরগুলোর গভীরতা ১৫ ফুট নয়, ৮ থেকে ১০ ফুট হবে। যেহেতু স্কুলের নিজস্ব কোনো রাস্তা নেই, তাই এর দায়ভার আমার ওপর বর্তায় না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ যদি এখানে গাইড ওয়াল নির্মাণ করে বা রাস্তা প্রশস্ত করতে চায়, সেক্ষেত্রে আমার পূর্ণ সম্মতি থাকবে।”

শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, “হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জানার পরপরই আমি গুরুত্বের সাথে নিয়েছি এবং আগামীকালই সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করব।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে জরুরিভিত্তিতে গাইড ওয়াল নির্মাণ বা ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। আশা করছি, খুব দ্রুতই আমরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব।”

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, “বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আগামী ১৭-১৮ ডিসেম্বরের মধ্যেই আমি প্রতিনিধি পাঠিয়ে অথবা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেব। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার...

জনপ্রিয়

অপরাধ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

নওগাঁয় লিটার (মুরগি বর্জ্য) বাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা সাথে সংঘর্ষে অটোরিকশা চালক মোতালেব হোসেনে (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।এঘটনায় অটোরিকশার...

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার হচ্ছে: ডিএমপি

‘গান পয়েন্টে’ থাকা এবং নিরাপত্তা ঝুঁকিতে থাকা জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির...

জমি বিরোধে ফসলে আগুন, হামলায় দৃষ্টিশক্তি হারালেন কৃষক

নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ধানের পালা ও খড়ের গাদায় অগ্নিসংযোগ এবং বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।...

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

নওগাঁয় লিটার (মুরগি বর্জ্য) বাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা সাথে সংঘর্ষে অটোরিকশা চালক মোতালেব হোসেনে (৫০)...

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার হচ্ছে: ডিএমপি

‘গান পয়েন্টে’ থাকা এবং নিরাপত্তা ঝুঁকিতে থাকা জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ...

জমি বিরোধে ফসলে আগুন, হামলায় দৃষ্টিশক্তি হারালেন কৃষক

নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ধানের পালা ও খড়ের গাদায়...

হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছেন কি না, এমন তথ্য নেই: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিরা ভারতে পালিয়ে গেছেন...

হাদিকে গুলি, সন্দেহভাজন ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ...